সিলেটে গণমিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি

ছাত্র হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সিলেটে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে শিক্ষার্থীরা জড়ো হয়।

এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন, টেকনিক্যাল ইনস্টিটিউট, এম সি কলেজ, সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু, গণগ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় সরকারের প্রতি ক্ষোভ জানাতে দেখা যায় তাদের। পরে গণমিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গেলে পুলিশ পেছন থেকে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে।

আরও পড়ুন:  সহিংসতার ঘটনায় উদ্বেগ: সংলাপের আহ্বান মানবাধিকার কমিশনের

এদিকে, পুলিশের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিলেন। পুলিশ বারবার তাঁদের সরে যেতে অনুরোধ করেছে। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মদিনা মার্কেট ও পাঠানটুলা এলাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ অব্যাহত ছিল।

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *