সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

উষ্কানি দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। গতকাল বৃহস্পতিবার সোশাল মিডিয়া কোম্পানিদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বিপজ্জনক ভুয়া তথ্য ছড়ানোর ব্যাপারে আইন কানুন তাদের মেনে চলতে হবে।

ইংল্যান্ডের পশ্চিমে উপকূলীয় শহর সাউথপোর্টে সাম্প্রতিক দাঙ্গার জন্য এক ছুরি আক্রমণ ঘিরে অসমর্থিত তথ্য ছড়ানোকে দায়ী করা হয়। সেজন্যই সোশ্যাল মিডিয়ার ওপর ক্ষুব্ধ হয়েছেন স্টারমার। গুজবকে কেন্দ্র করে সাউথপোর্টের মসজিদের সামনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।

লন্ডনের ডাউনিং স্ট্রিট-এ তাঁর অফিস এবং বাসভবন থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে স্টারমার, সোমবারের ছুরিকাঘাতের ঘটনার পর দুই রাত ব্যাপী সহিংসতার জন্য সামাজিক মাধ্যমগুলোর ভূমিকার দিকে আঙ্গুল তোলেন। তিনি বলেন, ‘বড় বড় সোশাল মিডিয়া কোম্পানি এবং যারা সেগুলো পরিচালনা করে তাদের আমি বলছিঃ অনলাইনে যখন সহিংসতার প্ররোচনা দেয়া হয়, সেটাও একটা অপরাধ।’

আরও পড়ুন:  রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতায় ওআইসি’র প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

গত সোমবার সাউথপোর্টে ছুরি হামলা তিন মেয়ে শিশু নিহত এবং আরও পাঁচজন বাচ্চা মারাত্মক আহত হয়।বৃহস্পতিবার অ্যাক্সেল রুডাকুবানা নামের এক ১৭ বছর বয়সীর বিরুদ্ধে কয়েকটি হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। সন্দেহভাজনের পরিচয়, তার ধর্ম এবং অতীতসহ তার সম্পর্কে ভুয়া তথ্য ছড়াতে সাহায্য করার জন্য এক্স-এর মত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম-এর ব্যাপক সমালোচনা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তিনি মুসলিম বা একজন অভিবাসী ছিলেন, এমন গুজব ছুরি আক্রমণ ঘিরে ক্ষোভ তীব্র করে এবং দাঙ্গাবাজরা সাউথপোর্ট সহিংসতার সময় একটি মসজিদে হামলা চালায়।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *