পাকিস্তান সফরে নিরাপত্তা বিশেষজ্ঞ চায় বিসিবি, বলছে পিসিবি

চলতি মাসেই ২ ম্যাচের দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ আগস্ট পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের। এই সিরিজ উপলক্ষে বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তা বিশেষজ্ঞ চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সফরে নিরাপত্তার প্রসঙ্গটি তুলে ধরেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গত বুধবার সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘দেখুন, নিরাপত্তা দেওয়া তাদের (পাকিস্তান) ওপর নির্ভর করছে এবং আমরা সেখানে যাচ্ছি কারণ তারা রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরই সফরের ব্যাপারটি নিশ্চিত হয়।’

জালাল ইউনুস আরও বলেন, ‘একইসঙ্গে সফরে আমরা সরকারের কাছে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ চেয়েছি। যিনি তাদের (পাকিস্তানের পক্ষ) সঙ্গে নিরাপত্তা নিয়ে যেকোনো সময় কথা বলতে পারবেন।’

আরও পড়ুন:  পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের উদ্দেশে প্রধান উপদেষ্টা

মূলত, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এমন বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। রাজনৈতিক কারণে সেখানকার পরিস্থিতি মাঝে-মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে।

এসব বিষয়ে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা পরিচালক অথবা বিশেষজ্ঞদের বর্তমানে মিডিয়া ম্যানেজার বা টিম ডিরেক্টরের মতো খেলোয়াড়দের ভরসাযোগ্য অংশই হিসেবেই মনে করা হয়। এমনটি আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং অন্য দ্বিপক্ষীয় সিরিজে দলগুলো নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে যায়।’

জালাল ইউনুসের কথার প্রসঙ্গ টেনে পিসিবির ওই মুখপাত্র বলেন, ‘আসন্ন টেস্ট সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের দলের সঙ্গে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে আসতে চায় তাহলে এটা তাদের নিয়ে আসতে হবে। কিন্তু বিসিবি এখনো পর্যন্ত পিসিবির সঙ্গে নিরাপত্তার বিষয়ে কোনো উদ্বেগ দেখায়নি। এমনকি আন্তর্জাতিক নিয়মের অংশ হিসাবে, পিসিবি গত মাসে বিসিবির সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা করে এবং সেসময় কোনো প্রশ্ন বা অতিরিক্ত অনুরোধ পায়নি।’

আরও পড়ুন:  ডিআরইউ সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট, রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে। দুইটি ম্যাচই ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’-এর অংশ।

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *