নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়। আজ শুক্রবার বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ দুপুরের আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠি নিয়ে অবস্থান নেয়। দুপুর পৌঁনে ৩টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে আন্দোলনকারীদের অনেকেই আহত হন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর বলেন, ‘বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।’ এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘আমি মাধবদীর সাইডে আছি, সংঘর্ষের কোনো খবর আমরা পাইনি।’
….ডিডিজে নিউজ