দুই দিন আগেই দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন মার্কিন জিমন্যাস্ট সিমোনে বাইলস। এবার ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন তিনি, ব্রাজিলিয়ান জিমন্যাস্ট রেবেকা আন্দ্রেদেকে হারিয়ে। বাইলস এই ইভেন্টে ৫৯.১৩১ স্কোর গড়েছেন।
২০২০ সালে টোকিও অলিম্পিকসের দুঃস্বপ্ন কাটিয়ে চলতি অলিম্পিকে এরই মধ্যে দুটি সোনা জিতেছেন বাইলস। অলিম্পিকে সব মিলিয়ে তার সোনার পদক সংখ্যা এখন ৬টি। ২০১৬ সালে রিও দে জেনিরো অলিম্পিকে ৪টি সোনা জিতেছিলেন তিনি।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড ২৩টি সোনা জিতেছেন বাইলস, যা তাকে বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে তার মোট পদক সংখ্যা ৩৯টি।
এই ইভেন্টে রুপা জিতেছেন রেবেকা আন্দ্রেদে, যার স্কোর ছিল ৫৭.৯৩২। এছাড়া যুক্তরাষ্ট্রের আরেক জিমন্যাস্ট সুনিসা লি ৫৬.৪৬৫ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।
…….ডিডিজে নিউজ