ফ্রান্সের লিওঁ মারশাঁ এক দিনে দুটি অলিম্পিক রেকর্ড গড়ে দুটি সোনা জিতেছেন। ২০০ মিটার বাটার ফ্লাইয়ে সোনা জয়ের দুই ঘণ্টা পরই তিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও জয় করেছেন। এর ফলে মারশাঁ অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতা প্রথম সাঁতারু হয়ে উঠেছেন, যা মাইকেল ফেলপসও করতে পারেননি।
মারশাঁ এবারকার অলিম্পিকে তৃতীয় স্বর্ণ জিতেছেন। এর আগে তিনি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে স্বর্ণ জিতেছিলেন। ব্রেস্টস্ট্রোকে তিনি নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন, সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-কুক ০.৯৪ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য এবং নেদারল্যান্ডসের কাসপার কোরবু ব্রোঞ্জ পদক পেয়েছেন।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মারশাঁ অলিম্পিকের আগে বিশ্ব সাতাঁরে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি স্বর্ণ জয় করে এখন তিনি ফ্রান্সের জাতীয় নায়কে পরিণত হয়েছেন। বিরল এই কৃতিত্ব অর্জন পর মারশাঁ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এখানে আসার পর থেকেই নিজেকে অন্যভাবে প্রমাণের একটা তাগিদ ছিল। দেশের মাটিতে অলিম্পিক, এখানে ভাল কিছু করতেই হবে, এমন আশা ছিল।’
তিনি আরও বলেন, ‘ডাবল রেকর্ড গড়ে আমি কিছুটা হলেও সেই আশা পূরণ করেছি। সবাই আমাকে বলেছিল এটা কোনভাবেই সম্ভব নয়। আমার মনের মধ্যেও শঙ্কা ছিল। আমি শুধুমাত্র প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। সত্যিকার অর্থেই আমি ঐ দুটি ফাইনালের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি।’
…ডিডিজে নিউজ// মোহাম্মদ ফয়সাল আলম