জোড়া সোনা জিতলেন একদিনে রেকর্ডে : ফরাসি সাঁতারু
ফ্রান্সের লিওঁ মারশাঁ এক দিনে দুটি অলিম্পিক রেকর্ড গড়ে দুটি সোনা জিতেছেন। ২০০ মিটার বাটার ফ্লাইয়ে সোনা জয়ের দুই ঘণ্টা পরই তিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও জয় করেছেন। এর ফলে মারশাঁ অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতা প্রথম সাঁতারু হয়ে উঠেছেন, যা মাইকেল ফেলপসও করতে পারেননি। মারশাঁ এবারকারRead More →










