কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের পর রাজধানীতে মঙ্গলবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে কিছুটা স্বস্তি নেমে এসেছে নগরজীবনে। আজ ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এদিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কমেছে বয়ে যাওয়া তাপপ্রবাহ। বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন আশপাশের ছাউনির নিচে। কেউ কেউ ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশে পথ চলছেন।
আবহাওয়াবিদ খোন. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।