সিন নদীতে দূষণে ট্রাইথেলনের অনুশীলন বাতিল: অলিম্পিক আয়োজক

সিন নদীর পনি দূষিত হওয়ায় রোববার ট্রাইথেলনের প্রথম অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয়েছে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পানির গুনাগুন পরীক্ষা করে ট্রাইথেলনের সাঁতার অংশের অনুশীলন যৌথ সিদ্ধান্তের পরে বাতিল করা হয় বলে ২০২৪ প্যারিস ও বিশ^ ট্রাইথেলন এক বিবৃতিতে জানিয়েছে।

এর আগে এ মাসের মাঝামাঝিতে সাঁতারের জন্য সিন নদীর পানি পুরোপুরি পরিষ্কার বলে পরীক্ষায় প্রমানিত হয়েছিল। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারো এই নদীর পানির দূষন নিয়ে শঙ্কা দেখা দেয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারিস ২০২৪ ও বিশ^ ট্রাইথেলন সবসময়ই এ্যাথলেটদের সুসাস্থ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে সিন নদীর পানি বর্তমানে যথেষ্ঠ সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে না।’

আরও পড়ুন:  ৯৭তম অস্কার: যাদের হাতে উঠল পুরস্কার

আয়োজকরা অবশ্য এজন্য টানা কয়েকদিনের বৃষ্টিকে দায়ী করেছেন। আগামী ৩০ জুলাই ট্রাইথেলন প্রতিযোগিতা শুরু হবার আগে এই সমস্যা কাটিয়ে ওঠার ব্যপারে তারা শতভাগ আশাবাদী। যদিও শেষ পর্যন্ত নদীর পানি যদি দূষনমুক্ত করা সম্ভব না হয় তবে ‘প্ল্যান-বি’ কার্যকর করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সে সময় হয় প্রতিযোগিতা কিছুদিনের জন্য পিছিয়ে দেয়া হবে, নতুবা সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সড়িয়ে নেয়া হবে।

এর আগে গত ১৭ জুলাই প্রারিসের মেয়র আনে হিডালগো আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগেকে নিয়ে সিন নদীতে সাঁতার কেটে প্রমান করার চেষ্টা করেছেন নদীর পানি পুরোপুরি দূষনমুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *