১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে থাকতে হতো সেরা আটের মধ্যে। কিন্তু বাংলাদেশের শুটার রবিউল ইসলাম পারেননি। ৪৯ জনের মধ্যে তিনি হয়েছেন ৪৩তম। স্কোর করেছেন ৬২৪.২।
আজ যদিও শুরুটা করেছিলেন আশাজাগানিয়া কিন্তু এরপর আর পেরে ওঠেননি। শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯। এই ইভেন্টে ৬৩১.৭ স্কোর করে প্রথম হয়েছেন চীনের সেইং লি হাও। অষ্টম হওয়া ক্রোয়েশিয়ার গোর্সা পিটারের স্কোর ৬২৯.৬।
