১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে থাকতে হতো সেরা আটের মধ্যে। কিন্তু বাংলাদেশের শুটার রবিউল ইসলাম পারেননি। ৪৯ জনের মধ্যে তিনি হয়েছেন ৪৩তম। স্কোর করেছেন ৬২৪.২।

তাতে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাঁকে। প্যারিসে ব্যক্তিগত সেরা স্কোরও ছুঁতে পারেননি বাংলাদেশের এই শুটার। এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর স্কোর ছিল ৬২৮।

আজ যদিও শুরুটা করেছিলেন আশাজাগানিয়া কিন্তু এরপর আর পেরে ওঠেননি। শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯। এই ইভেন্টে ৬৩১.৭ স্কোর করে প্রথম হয়েছেন চীনের সেইং লি হাও। অষ্টম হওয়া ক্রোয়েশিয়ার গোর্সা পিটারের স্কোর ৬২৯.৬।

প্যারিসে প্রথম পদকের দেখা পেয়েছে ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ২২১.৭ স্কোরে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। রুপা জিতেছেন একই দেশের কিম ইয়েজির। দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন চীনের শিয়ে ইউ।

আরও পড়ুন:  ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *