সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তীর্ণ সমুদ্র এলাকায় সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সী ফুড শো-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নীল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই। তাই আমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা আরও সামুদ্রিক সম্পদ আহরণ করতে পারি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় মাছের রফতানি বাড়াতে মাছের সংগ্রহ, বিতরণ ও প্রক্রিয়াজাতকরণে যথাযথ মান বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন। তিনি বলেন, “মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।” দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যৌথ সহযোগিতায় বা পৃথকভাবে এ খাতে বিনিয়োগ করতে পারেন বলেও আবারও তিনি তার অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন:  পুলিশের কর্মবিরতি প্রত্যাহার, কালই কর্মস্থলে যোগদানের ঘোষণা
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে এ জায়গাতে থেকে টেকনাফ পর্যন্ত মেরিনড্রাইভ তৈরি করা হবে। এটা যখন তৈরি হবে, এদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষা পাবে অন্যদিকে জলোচ্ছাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে সবকিছু। সেভাবেই আমরা সেখানকার পরিবেশটা উন্নত করতে চাই।  
 
শেখ হাসিনা বলেন, রাষ্ট্রক্ষমতায় আসার পর দেখি গবেষণা খাতে কোনো অর্থ ব্যয় ছিল না। সেখানে অর্থ বরাদ্দ করা হয়। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে সমুদ্র নিয়ে গবেষণার কাজ ‍শুরু করে,  যার সুফল পাচ্ছে দেশের মানুষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *