পুলিশের গুলিতে আহত হয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা।

গতকাল বুধবার রাতে বুয়েট শিক্ষার্থীদের ফেসবুক পেজ ‘বুয়েটিয়ান’ থেকে জানানো হয় যে আবু সাঈদের পরিবারের সহায়তায় ১০ লাখ ৫০ হাজার ২৪৩ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিকাশে ৭ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা, নগদে ১ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রকেটে ৬৩ হাজার ৯২৩ টাকা, ব্যাংকে ৯৩ হাজার ৮৮০ টাকা এবং পেপালের মাধ্যমে ৯ হাজার টাকা জমা হয়েছে। অর্থ সংগ্রহের এই প্রক্রিয়া পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘আমরা আবু সাঈদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি।

আরও পড়ুন:  সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি:

  • আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেওয়া
  • গরু কিনে দেওয়া
  • জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া (যেহেতু পিতা কৃষক)
  • তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা।

আজ বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে একটি বুয়েটিয়ান দল যাবে। সেখানে গিয়ে আলোচনার পর যে বিষয় তাদের প্রয়োজন, সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেওয়ার চেষ্টা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সার্বিক বিষয়ে ‘বুয়েটিয়ান’ পেইজে নিয়মিত আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়।

আবু সাঈদ ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। পেজ থেকে সহায়তার জন্য অর্থ তুলে ওইসব পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *