দুবাইয়ের শাসকের মেয়ে শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ্যে তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে ‘তালাক’ দেয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে আসার ঠিক দুই মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেন শাইখা মাহরা।

https://www.instagram.com/p/C9fXKgCS5_O/?utm_source=ig_embed&ig_rid=9a355f4e-3526-471e-b279-e0600f77bd91

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি। যত্ন নেবে। ইতি তোমার সাবেক স্ত্রী।

এদিকে, দুবাইয়ের রাজকুমারীর বিবাহ বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই বলছেন, এই দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং তাদের প্রোফাইল থেকে একে অপরের সব ছবি মুছে দিয়েছেন।

আরও পড়ুন:  শেষ মুহূর্তের গোলে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

এছাড়া ওই দম্পতি একে অপরকে ব্লক করেছে বলেও ধারণা করা হচ্ছে। শাইখা মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এই দম্পতি গত বছরের মে মাসে বিয়ে করেন এবং তার ১২ মাস পর তাদের মেয়ে সন্তানের জন্ম হয়। শাইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *