রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের প্রায় ৫০ বছর পর ৬১ হিজরির ১০ মহররম কারবালায় হুসাইন (রা.)-এর শাহাদাতের ঘটনা ঘটে।
কিন্তু ইয়াজিদের এই সব নিকৃষ্ট কাজ সত্ত্বেও যেহেতু তার শেষ পরিণতি কুফরের ওপর হওয়ার কোনো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়, তাই তার কাফের হওয়ার বিষয়ে নীরব থাকা চাই এবং তার নাম নিয়ে লানত করা থেকে বিরত থাকা উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আকাবিরে দেওবন্দের এটাই মাসলাক (আকিদা ও বিশ্বাস)। এটাই নিরাপদ পন্থা। (আপকি মাসায়েল আওর উনকা হল : ১/৪০৬)