টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেজর লিগ (এমএলসি) ক্রিকেটেও সময়টা ভালো কাটছে না সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে এখন ৪ ম্যাচ খেলে নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাটিংয়ে মোটে ৬০ রানের বিপরীতে একটিমাত্র উইকেটেই নিতে পেরেছেন সাকিব। এমন বাজে সময়ে অবশ্য সুখবর পেয়েছেন তিনি।

তাকে আনন্দের সংবাদ দিয়েছে আইসিসি। আজ আইসিসির র‌্যাংকিং হালনাগাদে এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি। বিশ্বকাপের পর কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২০৬।

সাকিবের মতো এক ধাপ করে উন্নতি হয়েছে সিকান্দার রাজার (৩ নম্বর), মার্কাস স্টয়নিশ (২ নম্বর) ও মোহাম্মদ নবীর (৫ নম্বর)। অলরাউন্ডাদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিছুদিন আগে শ্রীলঙ্কার সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়া অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২২।

আরও পড়ুন:  ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের দুই ব্যাটার শুভমান গিল ও যশস্বী জয়সোয়াল।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৭০ রান করা গিল ৩৬ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে আছেন। অন্যদিকে সিরিজে ১৪১ রান করা জয়সোয়াল ৪ ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন।

তবে শীর্ষ দুই স্থানে কোনো পরিবর্তন নেই। ৮৪৪ রেটিং নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের পরেই আছেন সূর্যকুমার যাদব। অবশ্য এক ধাপ এগিয়ে সূর্যের রেটিং পয়েন্ট স্পর্শ করেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টও।

৭৯৭ পয়েন্টে দুজনই এখন যৌথভাবে শীর্ষ দুইয়ে। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ে কোনো পরিবর্তন নেই। ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। বাংলাদেশের হয়ে শীর্ষ ২০ নম্বরের মধ্যে আছেন শুধু মোস্তাফিজুর রহমান। কোনো ম্যাচ না খেলে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *