ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা বাড্ডা এলাকায় তাদের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন। এই অবরোধের কারণে ঐ এলাকার যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে হয়।
শিক্ষার্থীরা কোটা পদ্ধতির সংস্কার দাবিতে এই অবরোধ করেছেন। কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনা ও প্রতিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছ থেকে দাবির প্রতিক্রিয়া ও সন্তোষজনক সমাধান না পাওয়ার কারণে শিক্ষার্থীরা অবরোধের মতো প্রতিবাদী কার্যক্রমে নেমেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা জানান, শিক্ষার্থীরা সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ১০টার দিক থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
এই অবরোধের ফলে বাড্ডা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চাচ্ছে।