কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।
তিনি মঙ্গলবার (১৬ জুলাই) এক আলোচনায় বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে। তিনি উল্লেখ করেন, “ছাত্রলীগের সঙ্গে যারা মুখোমুখি হয়েছে, সেটা সংগঠনটিকে অজনপ্রিয় করার একটা চক্রান্ত। কারণ এক বা দুইটা দল মুখোমুখি হলে ছাত্রলীগ যদি কাউকে আঘাত করে, অথবা ছাত্রলীগ মারধরের শিকার হয়, তখন হয়তো পরিস্থিতি খারাপের দিকে যাবে। এতে ছাত্রলীগের ক্ষতি হতে পারে।”