কানে ব্যান্ডেজ নিয়ে দলের জাতীয় সম্মেলনে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে হাজির হতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে এই সম্মেলন শুরু হয়।

রিপাবলিকান পার্টি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তার রানিং মেট হিসেবে নির্বাচিত হয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স।

গত শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার ডান কানে লাগে এবং তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, তিনি মিলওয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেন, একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে বদল আনতে পারেন না।

আরও পড়ুন:  সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ রিসোর্ট পুড়ে ছাই

গুলিতে আহত হওয়ার পরদিন রোববার মিলওয়াকিতে পৌঁছান ট্রাম্প। মিলওয়াকিতে ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প।

শনিবারের গুলির ঘটনার পর এই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ রয়েছে। ব্যান্ডেজটি দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *