ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা হলে ফিরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। ১৫ জুলাই রাত ৭টা ৫০ মিনিটের দিকে হল প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেন এই অনুরোধ জানান। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে এই অনুরোধ প্রত্যাখ্যান করে ‘দালাল দালাল’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান উপস্থিত হন এবং বলেন যে, প্রশাসনের হাতে সবকিছু নেই এবং তাদের পক্ষে বহিরাগতদের আগে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের মাধ্যমে বহিরাগতদের বের করার চেষ্টা করা হবে এবং তারপরে শিক্ষার্থীদের হলে ঢোকানো হবে। বহিরাগতদের বের করাটা কঠিন হয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে প্রায় ৩০ গজ দূরে একটি সাঁজোয়া যান (এপিসি) নিয়ে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।