জাহাঙ্গীর আলমের ব্যাপারে উল্লেখিত তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আলোচনার সূত্রপাত তার বিপুল সম্পদ নিয়ে, যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। জাহাঙ্গীরের বড় ভাই মো. মীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মীর হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।
জাহাঙ্গীর আলমের যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে সত্য নাকি মিথ্যা, তা জানি না।’







