মোহাম্মদ ফয়সাল আলম :
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র দেখাতে হয়েছে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অবাক করা এবং প্রত্যাশা করা সহজ ব্যাপার নয়। তাঁর মতে, রাজনৈতিক সহিংসতা এবং হত্যার কথা নির্দেশ করা অবিবাহিত ও অপ্রকৃত হল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, মহাসচিব দ্ব্যর্থহীনভাবে এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছেন।
সেই সঙ্গে তিনি ট্রাম্পের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের ওপর হামলায় সারা (তার স্ত্রী) এবং আমি হতবাক হয়েছি। আমার তার নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।