প্রসঙ্গ কোটা: ছাত্রদের ঘরে ফেরার আহবান বেলাল বেগের

বেলাল বেগ

প্রানাধিক প্রিয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ; এতগুলি বছর লেখাপরার পর তোমাদের বুঝা উচিৎ ছিল, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে সুবিধাবাদী মানুষগুলিই রাজনীতির চর দখল করে আছে। তারা কখনই বুঝেনি রাজনীতি কি এবং কেন এবং কেনই বা মানব সভ্যতায় তার উদ্ভব হয়েছিল। তারা এককালের প্রায় নিরক্ষর জনগনকে ধর্মের নামে উচকানি দিয়েধীরে ধীরে রাজনীতির চর দখল করতে শুরু করে। এর ফলে শুরুতেই আমাদের এককালের আলোকিত আনন্দপ্রিয় কর্মপ্রিয় সমাজে সমাজে হিংসা-বিদ্বেষ ও শত্রুতার শুরু হয়ে আজকের এই অমানুষিক অসভ্যতায় রূপ নিয়েছে।

তোমাদের কাছে প্রশ্ন, এর প্রতিবিধান করবে কে? তোমরা তো আজও ভাল ছাত্রও হতে পারনি! হবে কোত্থেকে? তোমাদের অনেক শিক্ষক তো ছাত্রীদেরও ধর্ষণ করে। মন খারাপ করনা; এই যে তোমরা দলবদ্ধ হয়েছে, এই ঘটনাই তোমাদের জীবন বদলে দেবে।

আরও পড়ুন:  আদানির কাছ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ

তোমাদের কোটাবিরোধী আন্দোলনে গণতান্ত্রিক বোধ আছে তবে তোমাদের ভাবতে অবহেলিত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের কথাও। সরকার হয়ত সেই চিন্তা থেকেই কোটার কথা ভেবেছে। তোমরা এ আন্দোলন থেকে সরে এসে বিবেচকের কাজ করবে; তোমাদের পেছনে যদি রাজনোইতিক উচকানি থাকে, তা হলে আমরা ধরে নেব ছাত্রদের রাজনীতির বলি বানানোর যে উছিলায় ১৯৫২ সনের ভাষা আন্দোলনে ঠেলে দিয়ে তখনকার একটি জাতীয় লক্ষ্য অর্জন করেছিলেন আমাদের নেতারা, তার আদলেই কি বাংলাদেশের জাতীয় শত্রুগণ তাদের স্বার্থ উদ্ধার করবে কোটা-বিরুদ্ধ আন্দোলনকে ক্ষমতা দখলের কেরামতি বানিয়ে।

আমি তোমাদের আন্দোলনের পক্ষ বিপক্ষের লোক নই, আমি একজন শান্তিবাদী, সংস্কৃতিবাদী, নিরীহ বাঙালি শিক্ষক। আমি উৎকন্ঠিত তোমাদের ভবিষ্যৎ নিয়ে। তোমরা যদি লক্ষ কর এই শোষক লুটেরা মূর্খ সরকারগুলি আজ পর্যন্ত সারা দেশে প্রকৃত শিক্ষা আলোকিত সংস্কৃতির পরিবেশ তোইরি করতে পারেনি। এই সরকারগুলির বিরুদ্ধে আন্দোলন করে এ সরকার ফেলে দিলে পরবর্তী সরকার আরও জঘন্য হবে কারণ এতদিনের বঞ্ছনা মেটাতে তারা আরও বেশি লুটতরাজ করবে। তাহলে তোমরা কি করতে পার?

আরও পড়ুন:  রাতেই তীব্র বেগে ঝড়ের শঙ্কা

তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে ঐ গোহালগুলি পরিস্কার করতে আরম্ভ কর; শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে ঘেরাও কর এবং দাবী কর অনতিবিলম্বে বাংলাদেশে প্রকৃত শিক্ষা নিশ্চিতের জন্য সত্যিকারের শিক্ষক তৈরি কর বেতনভোগী ছা-পোনা পালক শিক্ষক নয়।

প্রকৃত শিক্ষা প্রত্যেক মানুষকে তার নিজের সম্বন্ধেই সঅচেতন করে তাকে একজন আত্মবিশ্বাসী আত্মসচেতন নাগরিক হিসাবে গড়ে তোল। ভেবে দ্যাখ দেশের প্রত্যেকটি মানুষ যদি, এ রকম হত, কেমন হত এ সমাজ। মোদ্দাকথা আমি তোমাদের শিক্ষা আন্দোলনের উচকানি দিলাম। আমার লম্বা মাস্টারিতে বিরক্ত হওনি তো পরম স্নেহের আত্মীয়গণ?

লেখক- কবি, সাংবাদিক ও গবেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *