প্রথমবারের মতো একমঞ্চে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক-গায়ক

ঢাকা মাতালেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতা পরিবেশনায় মুগ্ধ হলেন অসংখ্য দর্শক। কনসার্টে একসঙ্গে প্রথমবারের মতো মঞ্চে উঠেছিলেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস আহমেদ এবং গায়ক নচিকেতা । 

সামাজিক যোগাযোগমাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন ফেরদৌস। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’

ক্যাপশনের শেষাংশে ফেরদৌস বলেছেন, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই স্টারের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।

আরও পড়ুন:  বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, যা বললেন নিরাপত্তা উপদেষ্টা

এদিকে অভিনেতার পোস্টে কমেন্ট করেছেন রাহাতুল ইসলাম রাসেল নামে এক ভক্ত। তিনি লিখেছেন, ‘আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা।

আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, ফেরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলা যায় না, আর নচিকেতা দার গান গুলো অসাধারণ, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সব সময় শুনে থাকি, এককথায় আমি আপনাদের খুব বড়ো ভালোবাসার ফ্যান সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে।’

সোহাগ হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, ‘শুভকামনা রইলো সবসময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়া ছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়া ছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে।’

নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা দেখা যায় স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *