গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি ইইউ রাষ্ট্রদূতের আহ্বান

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফকির অ্যাপারেলস নামে একটি রফতানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শনকালে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের ৬৪ শতাংশের বেশি ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সব গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প কারখানা মালিকদের ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন সরবরাহ ব্যবস্থা আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবশ্যই মেনে চলতে হবে। এ আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আরও পড়ুন:  বাশারবিরোধীদের ক্ষমতা দখলকে সমর্থন করে আংকারা

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সহ প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ, উৎপাদন ব্যবস্থা ও শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে খোঁজ খবর নেয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান এবং পরিচালক ও কর্মকর্তারা।

ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান বলেছেন যে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পোশাক খাতে রোড ম্যাপসহ যেসব দিক নির্দেশনা দিয়েছেন, তা অনুসরণ করে তাদের প্রতিনিধি দল খুব সন্তুষ্ট হয়েছেন। এছাড়াও, তিনি মনে করেন যে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রোড ম্যাপ ও নতুন আইন বাস্তবায়ন হলে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ইউনিয়নের সাথে আরও উন্নত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *