দীর্ঘ প্রায় ১ মাসের লড়াই শেষে পর্দা নামছে ইউরো চ্যাম্পিয়শিপের। আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টেডিওন স্টেডিয়ামে অনুষ্ঠেয় ইউরোপ মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন ফ্রান্সের ফ্রাঙ্কো লেটেক্সিয়ের।
আজ ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে। ৩৫ বছর বয়সী এই ফরাসি রেফারি ২০১৭ সাল থেকেই আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে ক্যারিয়ারে ৬৫টি উয়েফার ম্যাচ পরিচালনা করেছেন লেটেক্সিয়ের।
ফাইনালে নামার আগেও চলতি ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে শেষ ষোলোতে স্পেন ও জর্জিয়ার ম্যাচটিও আছে। এছাড়া গ্রুপপর্বে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ও ডেনমার্ক-সার্বিয়ার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া জার্মানি-স্কটল্যান্ডের উদ্বোধনী ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন লেটেক্সিয়ের।
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ১০টি ম্যাচে রেফারি হিসেবে ছিলেন লেটেক্সিয়ের। রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ছিলেন চতুর্থ অফিসিয়াল।
লেটেক্সিয়েরের সহযোগী হিসেবে থাকছেন তার দুই স্বদেশি সাইরিল মুগনিয়ের ও মেহদি রাহমৌনি। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন পোল্যান্ডের জিমন মার্চিনিক। ভিএআর রেফারি হিসেবে থাকছেন ফ্রান্সের জেরোমে ব্রিসার্ড। তাকে সহযোগিতা করবেন ফ্রান্সেরই উইলি ডেলাজোদ ও ইতালির ম্যাসিমিলিয়ানো ইরাত্তি।