বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে আলু ৬০ থেকে ৭০ টাকা কেজি।
আবুল কাশেম নামের এক ক্রেতা কালের কণ্ঠকে বলেন, ‘১০০ টাকার নিচে ভালো কোনো সবজি পাওয়া যায় না। বন্যার অজুহাতে হঠাৎ করে দাম বাড়ছে সবজির। তবে ভোক্তা অধিকার বা সরকারি কোনো সংস্থার কোনো অভিযান নেই। ব্যবসায়ী এবং দোকানিরা মিলে যেভাবে পারছে দাম বাড়িয়ে নিচ্ছে।’
বাজারে পেঁয়াজ ও সবজির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। মুরগির দাম একই আছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা। দেশি ও আমদানি করা রসুন প্রতি কেজি ২০০ টাকা। দেশি মসুর ডাল প্রতি কেজি ১৪০ টাকা এবং আমদানি করা মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকা।