বৃষ্টিতে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হতে বলল ডিএমপি

ঢাকা মহানগরীর অধিকাংশ এলাকার সড়ক শুক্রবার (১২ জুলাই) সকালের টানা বৃষ্টিতে ডুবে গেছে, কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে। এতে রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তাতেই অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে নাগরিকদের যাত্রার সময় এবং পথের অবস্থা বিবেচনা করে সাবধানতার সাথে রওনা দেওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে যে, প্রবল বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে সেগুলো হলো: ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

আরও পড়ুন:  ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে নাগরিকদের গন্তব্যে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে এবং সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *