নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আওটার কমলতলি খাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল এবং খাকচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতরা ট্রেনের পথচারী নাকি যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
নরসিংদী স্টেশন মাষ্টার এটিএম মুছা জানিয়েছেন, রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কাজ শুরু করেছে।