ওমানে সাম্প্রতিক দাবদাহ প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সুর, হামরা আদ দুরুসহ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
এই অবস্থায় সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ভিন্ন দেশের আবহাওয়ায় বেড়ে ওঠা প্রবাসী বাসিন্দারা। কাজের তাগিদে ওমানে প্রায় ২০ লাখ প্রবাসী বসবাস করছেন, যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। অসহনীয় তাপমাত্রায় অভ্যস্ত না থাকায় অনেকেই স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন।
এদিকে আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। নিয়োগকর্তা ও কর্মীদের বাড়তি সচেতন হয়ে সরকারের কর্মবিরতি আদেশ মেনে চলতেও বলা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পানি পান, হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করার ব্যাপারেও বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানের মতো আমিরাত, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এরইমধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্নবিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে দেশগুলোর কর্তৃপক্ষ।