কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যিনি ‘বাজপাখি’ নামে পরিচিত। তাঁর কলকাতা ও বাংলাদেশ সফর নিয়ে ছিল অনেক উচ্ছ্বাস। এরপর ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোনালদিনহোও কলকাতা ও বাংলাদেশ সফর করেছেন।
তাদের বাংলাদেশে আনার কারিগর ছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তিনি জানিয়েছেন যে, সর্বকালের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসিকে কলকাতা ও বাংলাদেশে আনার জোর সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুতেই ঢাকায় পা রাখতে পারেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামিতে খেলা মেসিকে কলকাতা ও বাংলাদেশে আনার জন্য কথাবার্তা শুরু করেছেন শতদ্রু। কলকাতার সংবাদ মাধ্যম জি-২৪ ঘণ্টা জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শতদ্রু। মেসির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে তার।
দুই পক্ষের মধ্যে খুব ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে লিওনেল মেসিকে কলকাতা ও ঢাকায় এনে বড় ধামাকা দিতে পারেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর সাথে চমক হিসেবে থাকতে পারেন আর্জেন্টিনার আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকেও মেসির সঙ্গে কলকাতা ও ঢাকা সফরে আনার চেষ্টা চলছে।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলছেন। গত মৌসুমের কোপা আমেরিকা জয়ী ও কাতার বিশ্বকাপ জয়ী মেসির দল ইতিমধ্যেই আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী ১৫ জুন কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপরই মেসি কলকাতা-ঢাকা সফরে আসবেন কিনা, এবং আসলে কবে আসবেন সে বিষয়ে ঘোষণা দেবেন শতদ্রু।