হালিশহর কে ব্লক থেকে গতকাল বিকেল তিনটার সময় কোচিং এ যাওয়ার জন্য বের হয় রাহিনুল ইসলাম তাহিন, এরপর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, তাহিনের সাথে কোন মোবাইল ফোন ছিল না এবং তার সাথে কোন যোগাযোগ করতে পারেনি। পরিবারের তার আত্মীয়-স্বজন সবাই হালিশহরের আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
তাহিনের বয়স ১৬ বছর এবং সে নবম শ্রেণীতে পড়ে। তার গায়ে কালো টি-শার্ট ছিল।
যদি কোন ব্যক্তি তাহিনের খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে:
পরিবারের মোবাইল নাম্বার:
- 01609985645
- 01601401607
- হালিশহর থানা জিডি নং – ২৪৮
তাহিনের কোনো খোঁজ পাওয়া গেলে হালিশহর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।