স্ট্রোক করে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে এবং তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে।

৩৯ বছর বয়সী নাফিস ইকবাল বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তাঁর একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি এবং ওয়ানডেতে দুটি ফিফটি রয়েছে। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি এবং লিস্ট ‘এ’ ১১২টি। তাঁর টেস্ট অভিষেক হয় ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং ওয়ানডে অভিষেক হয় ২০০৩ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ম্যাচটি ছিল তাঁর শেষ ওয়ানডে, এবং শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। চোটের কারণে তাঁর ক্যারিয়ার দীর্ঘ হয়নি।

আরও পড়ুন:  বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন, পরে তাঁকে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *