ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চারজন নারী। তারা হলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা হক, এবং আফসানা বেগম। ৫ জুলাই শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলে তাদের বিজয়ের খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি মোট ২৩,৪৩২ ভোট পেয়ে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। টিউলিপ সিদ্দিকের এই বিজয় তাঁর রাজনৈতিক কেরিয়ারে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। তিনি লেবার পার্টি থেকে মোট ১৫,৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পাওয়া চারজনের একজন। রুশনারা আলীর জন্ম বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। তার এই টানা জয় তার দক্ষতা এবং জনপ্রিয়তার প্রমাণ।
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তিনি প্রতিপক্ষকে ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আপসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রীন পার্টির নাটালি পেয়েছেন ৫,৯৭৫ ভোট, আর আপসানার সাবেক স্বামী এবং বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী এহতেশামুল হক পেয়েছেন ৪,৫৫৪ ভোট। আপসানার এই বিজয় তার জনপ্রিয়তার এবং কাজের দক্ষতার প্রমাণ।
টানা তৃতীয়বারের মতো লেবার পার্টি থেকে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা আশা হক। তিনি মোট গণনাকৃত ভোটের ৪৬.৮ শতাংশ পেয়েছেন। রুপা আশা হক প্রথমবারের মতো ২০১৫ সালে লেবার পার্টির মনোনয়নে এমপি নির্বাচিত হন। তার এই পুনর্নির্বাচন তার জনপ্রিয়তা এবং কাজের দক্ষতার প্রমাণ।