বাংলাদেশের মানুষ এখন বুক উঁচু করে চলতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে বাংলাদেশের গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন এবং এটাকে টাকায় বিচার না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই একটি সিদ্ধান্তের ফলে দেশের মানুষ এখন বুক উঁচু করে চলতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে এবং নিজের টাকায় এই সেতু করার জন্য জমিদাতা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর জাতি মর্যাদাহীন হয়ে পড়েছিল, কিন্তু পদ্মা সেতুর মতো প্রকল্পের মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “অনেক কঠিন ছিল এই জায়গায় পদ্মা সেতু করা। যেটা কঠিন সেটাই তো করতে হবে। সহজটা কেন করবো। সব বাধা উপেক্ষা করে নিজের টাকায় পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারায় তিনি আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা আদায় করেন।”

আরও পড়ুন:  প্রকাশ্যে এল অনন্ত-রাধিকার বিয়ের কার্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে দেশের মানুষের টাকায় এবং অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে পদ্মা সেতু নির্মিত হওয়ায় গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, এই প্রকল্পে যারা সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে যারা তাদের জমি দান করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সাধারণত কোনো প্রকল্পের কাজ শেষ হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় না। তবে পদ্মা সেতু প্রকল্পে বিশেষভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কারণ এটি দেশের মানুষের টাকায় নির্মিত হয়েছে এবং এর মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি আরও জানান যে রেল সেতুটিও একইসঙ্গে নির্মাণ করা হয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রকল্পের সঙ্গে জড়িত সবাইকে, বিশেষ করে জমিদাতা এবং পরিশ্রমী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আরও পড়ুন:  সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *