বাংলাদেশের সঙ্গে খেলতে মুখিয়ে অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশকে আতিথেয়তা দিতে আগ্রহী বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। তার মতে, বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানানো আর্থিকভাবে লাভজনক নয়, এমন ধারণা সঠিক নয়। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের এফটিপির পরবর্তী চক্রের অংশে নিশ্চিতভাবেই আছে এবং আমরা বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছি।”

২০২৩-২০২৭ সালের আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। এছাড়াও ২০২৬ সালে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশের হাই পারফরম্যান্স দলও এ মাসে অস্ট্রেলিয়া সফর করবে।

নিক হকলি সাম্প্রতিক বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার নারী দলের আতিথেয়তা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে এখনও তাদের অবস্থান বদলায়নি এবং মানবাধিকারবিষয়ক কারণে পূর্বের তিনটি সিরিজ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:  শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি

হকলি বলেন, “আমরা বৈশ্বিকভাবে মেয়েদের ক্রিকেটের পক্ষে থাকব। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলার আশাবাদী।”

4o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *