সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে কর্মবিরতি পালন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি)অফিসার্স এসোসিয়েশন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে সারা দিয়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এই কর্মসূচি পালন করে রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে পহেলা জুলাই থেকে ৪ঠা জুলাই পর্যন্ত এই কর্মসূচির ডাক দিয়েছিলো রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন।দাবি না মানা হলে ৭ই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সর্ববাত্নক কর্মবিরতির ঘোষণাও করে তারা।