চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প ও সমুদ্রবন্দর উন্নয়নের জন্য বিশ্বব্যাংক ৬৫ কোটি মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬০৫ কোটি টাকা অনুমোদন করেছে।
এই বিনিয়োগের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমে আসবে।
বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস ওয়াশিংটন ডিসিতে এ সহায়তার অনুমোদন দিয়েছে এবং শনিবার (২৯ জুন) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ব ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি স্রোত এবং আবহাওয়ার প্রতিকূল শক্তি থেকে পোতাশ্রয়কে রক্ষা করবে। এ লক্ষ্যে ৬ কিলোমিটার জলবায়ু-স্থিতিস্থাপক ব্রেকওয়াটার নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে বন্দর বেসিন, প্রবেশদ্বার এবং অ্যাক্সেস চ্যানেল ড্রেজিং করা হবে। নতুন আধুনিক এই বে-টার্মিনাল শীর্ষ আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের দ্বারা পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।