চলমান কোপা আমেরিকায় গ্রুপপর্বে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রবিবার সকালের সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলছেন না।
ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনের সূত্রে এই তথ্য জানা গেছে।
চিলির বিপক্ষে সবশেষ ম্যাচে মেসি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন। প্রথমার্ধে সাইডলাইনে তার চিকিৎসা করা হয়। ম্যাচের পরে মেসি নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ডান পায়ে অস্বস্তি অনুভব করেছেন, যদিও তিনি খেলা চালিয়ে গেছেন।
মেসি বলেছেন, “খেলার শুরুতে ডান পায়ে কিছুটা অস্বস্তি বোধ করেছি আমি। এটি (পা) কঠিন হয়ে ছিল। যতটা নমনীয় হওয়ার কথা ততটা ছিল না। কিন্তু আমি ম্যাচ শেষ করতে পেরেছি। দেখি কী হয়।”
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডায় আর্জেন্টাইন দলের সঙ্গে অনুশীলনে না গিয়ে টিম হোটেলেই ছিলেন মেসি। প্রথম দুই ম্যাচে জিতে আর্জেন্টিনা ইতিমধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। তাই শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে চান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি বলেন, “আমরা সন্তুষ্ট এবং আমরা এখন কিছুদিন নিজেদের মতো কাটাতে পারব এবং তরুণদের খেলার সুযোগ দিতে পারব। আমার মনে হয় তরুণ খেলোয়াড়দের যারা এখনো সুযোগ পায়নি তাদের জায়গা দেওয়া ভালো হবে।”
চলমান কোপা টুর্নামেন্টে এখনো পর্যন্ত এজেকুয়েল পালাসিও, গুইদো রদ্রিগেজ, ভালেন্তিন কারবোনি এবং আলেহান্দ্রো গারনাচো খেলার সুযোগ পাননি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, গারনাচো পেরুর বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে যাচ্ছেন।