অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে অর্ধদিবস কর্ম বিরতি পালন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ।
আজ বুধবার সকাল নয় ঘটিকা থেকে দুপুর এক ঘটিকা পর্যন্ত এই কর্মবিরতি পালন করছে রাবিপ্রবি শিক্ষকমন্ডলি। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্যাডে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা ও সাধারণ সম্পাদক মোসাঃ হাবিবা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এই ধারাবাহিকতায় আজ প্রথম দিনের কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাসরুম ও টিচার্স রুম ঘুরে শিক্ষকদের কর্মসূচি পালন করতে দেখা গেছে শিক্ষকদের। তবে ফাইনাল পরীক্ষা কর্মসূচির আওতায় না থাকায় সিএসই বিভাগে পরীক্ষা চলমান ছিল।
উল্লেখ্য তিন দিনের কর্মসূচির মাঝে ফাইনাল পরীক্ষা ও ভর্তিপরীক্ষার কার্যক্রমকে কর্মসূচির আওতার বাহিরে রেখে বাকী কার্যক্রমের উপরে কর্মবিরতি ঘোষণা করে রাবিপ্রবি শিক্ষক সমিতি।