অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে, সুপার এইটের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের পথটা আগেই নড়বড়ে হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার। আজ ভারতের কাছে হেরে সেটি পড়ল চূড়ান্ত শঙ্কায়।
অজিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন আর নিজেদের হাতে নেই। আগামীকাল ভোরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেই কেবল রানরেট বিচারে ওঠার সুযোগ থাকবে। আর আফগানিস্তান জিতে গেলে বিদায় নিশ্চিত হবে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।
গ্রস আইলেটে এদিন প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জয়ের সম্ভাবনা জাগায় অস্ট্রেলিয়াও। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানেই থামতে হয় তাদের। হার দেখে ২৪ রানের।
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় ডেভিড ওয়ার্নারকে। তবে দ্বিতীয় উইকেটে ভারতকে চোখ রাঙানি দেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৮ বলে যোগ করেন ৮১ রান। এই রানে অধিনায়ক মার্শ ৩৭ রান করে ফেরেন। তৃতীয় উইকেটেও দারুণ খেলে অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অজিদের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১২৮।
তবে এরপরই খেই হারায় অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের স্পিনে আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮১ রানে থামে দলটি। বৃথা যায় হেডের ৪৩ বলে ৭৬ রানের ইনিংস।