বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, টপ অর্ডার ব্যাটারদের ফর্মে ফেরা এবং বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে।
আজকের ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করেছে বাংলাদেশ। শান্ত ও অন্যান্য টপ অর্ডার ব্যাটাররা রানের দেখা পেয়েছেন, যা ভারতের বিপক্ষে আগামীকালকের ম্যাচের আগে আত্মবিশ্বাস জুগিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শান্ত ৩৬ বলে ৪১ রান করে সর্বোচ্চ স্কোর করেছেন, এছাড়া লিটন দাস ২৫ বলে ১৬ রান এবং তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রান করেছেন। তবে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ ১৪০ রানের বেশি করতে পারেনি।
ম্যাচ শেষে শান্ত বলেন, “উইকেট ভালো ছিল, কিছুটা ধীরগতির ছিল। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে।”
বাংলাদেশ-ভারত ম্যাচের পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও, বাংলাদেশ সবসময়ই লড়াকু ক্রিকেট খেলেছে ভারতের বিপক্ষে। আগামীকালের ম্যাচে জয় পেতে না পারলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ শেষ হয়ে যাবে। অন্যদিকে, ভারতের জন্য জয় সেমিফাইনালে এক পা রাখার সমান হবে।
আগামীকালের ম্যাচে বাংলাদেশের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায়, ব্যাটার এবং বোলাররা মিলিতভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে আনবে।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।