পবিত্র হজ শেষে সৌদি আরব আবার ওমরাহর জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা ইস্যু করা শুরু করেছে। মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১৯ জুলাই থেকে ওমরাহ করতে মুসল্লিরা সৌদি আরবে যেতে পারবেন। এই তথ্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজে প্রকাশিত হয়েছে।
নুসুক প্ল্যাটফর্মটি মুসল্লিদের জন্য মক্কা ও মদিনা ভ্রমণকে আরও সহজতর করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে মুসল্লিরা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নিতে পারেন, যোগাযোগ সেবা পেতে পারেন এবং বিস্তৃত তথ্যের ভান্ডারে প্রবেশ করতে পারেন।
বিশ্বের সব মানুষ যাতে সহজেই নিজেদের পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন, সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষা যুক্ত করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পেতে সক্ষম হবেন।