তিনি উল্লেখ করেন যে, মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারত বেষ্টিত, তাই যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার প্রয়োজন।
ওবায়দুল কাদের আরও বলেন যে, সীমান্ত সমস্যা সমাধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন পদক্ষেপ নিয়েছিলেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিরলসভাবে কাজ করছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২১ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এটি কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর।