টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারতের শক্তিশালী দল আর আফগানিস্তানের চমকপ্রদ পারফর্মেন্স নিয়েই বেশ আলোচনা চলছে। সুপার এইটে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আফগানিস্তান কিছুটা হতাশাজনকভাবে ৪৭ রানে পরাজিত হয়েছে।
শনিবার, ২০ জুন, বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভারতের জন্য বেশ কঠিন ছিল।
আফগান পেসার ফজলহক ফারুকি ও রশিদ খানের বলের সামনে প্রথমদিকে ভারত চাপে পড়ে যায়। কিন্তু সূর্যকুমার যাদবের ফিফটি ও হার্দিক পান্ডিয়ার উল্লেখযোগ্য ইনিংসের উপর ভিত্তি করে ভারত শক্তিশালী পুঁজি গড়ে তোলে। সূর্যকুমার ২৮ বলে ৫৩ রান করে আউট হন, আর হার্দিক পান্ডিয়া শেষের দিকে ২৪ বলে ৩২ রান করেন।
ফলস্বরূপ, ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। আফগানিস্তানের পক্ষে ফজলহক ফারুকি ও রশিদ খান ৩টি করে উইকেট নেন।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। প্রথম ২৩ রানের মধ্যেই তারা তিনটি উইকেট হারায়। গুলাবদ্দিন নাইব ও আজতুল্লাহ ওমরজাই কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে দলীয় ৬৭ রানে নাইব ২১ বলে ১৭ রান করে আউট হন। এরপর ওমরজাই ও নাজিবুল্লাহ জাদরান মিলে কিছুটা লড়াই করেন।
কিন্তু তাদের আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৪ রানে অলআউট হয় আফগানিস্তান। ওমরজাই ২০ বলে ২৬ রান ও নাজিবুল্লাহ ১৭ বলে ১৯ রান করেন। ভারতের পক্ষে আর্শদিপ সিং ও জসপ্রীত বুমরাহ ৩টি করে উইকেট নেন।
এই ম্যাচে ভারতের শক্তিশালী পারফরম্যান্সের কারণে তারা সুপার এইটে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে, আর আফগানিস্তানকে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো পারফর্ম করতে হবে।