বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায়।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম

সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিদেশিরা বিনিয়োগ করতে ও বাড়াতেই চায়, কিন্তু নানা শুল্ক, বাড়তি কর ও বাড়তি মূসক এই খাতের অগ্রগতিকে ধীর করে দিচ্ছে। এ নিয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী এবং পারস্পরিকভাবে উপযুক্ত পরিবেশ তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করে মালয়েশিয়া।

আরও পড়ুন:  প্রাথমিকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিমন্ত্রী পলক উল্লেখ করেন যে, নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়ালে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে, যা বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *