টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। শনিবার (২০ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা

এবারের আসরের হট ফেভারিট ভারত। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয় পায় রোহিত শর্মার দল। এরপর যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারানোর পর কানাডার বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এদিকে বেশ ছন্দে রয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে জায়গা করে নিয়েছে আফগানরা। উগান্ডা, নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে সহজেই সুপার এইট নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও সুপার এইটে নিজেদের সেরাটা দিতে চায় আফগানরা।

আরও পড়ুন:  ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিঝভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, গুলাবদ্দিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, নূর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *