আষাঢ়ের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং এবারের বর্ষাকালে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চার বিভাগে—রংপুর, ময়মনসিংহ, সিলেট, এবং চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে, যা সমুদ্রপথে চলাচলরত নৌযানগুলোর জন্য সতর্ক সংকেত।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি পুরো মাসজুড়েই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমও অনুভূত হবে, কারণ বাতাসের গতিবেগ কম। বর্তমানে দেশে কোনো তাপপ্রবাহ নেই।

আরও পড়ুন:  স্বস্তি নেই চালের বাজারে, কমছে নিত্যপণ্যের দাম

রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টি হয়নি। তবে গতকাল হালকা বৃষ্টি হয়েছে, ঢাকায় ১ মিলিমিটারের মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে, ১৬৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে। গতকাল দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন:  টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এ সময় নেত্রকোনার কিছু নিম্নাঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলমান বন্যার পরিস্থিতির কিছু অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদ–নদীর পানি বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *