চলতি বছর হজে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৩ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী, মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম তোফাজ্জল হক (৭০)।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ শেষে বাংলাদেশে ফেরার ফ্লাইট বৃহস্পতিবার থেকে শুরু হবে।
হজযাত্রীদের মধ্যে এই মৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক, বিশেষ করে তীব্র তাপপ্রবাহের কারণে এই মৃত্যুর হার বেড়েছে। হজের সময় তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল, যা অনেক হজযাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে।