এ বছর হজের সময় তীব্র গরমের কারণে অন্তত সাড়ে ৫০০ হজযাত্রী মারা গেছেন। এএফপির তথ্য অনুযায়ী, এই মৃতের সংখ্যা ৫৭৭ পর্যন্ত পৌঁছেছে। উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর ঘটনা মিশরীয় হজযাত্রীদের মধ্যে ঘটেছে, যাদের মধ্যে ৩২৩ জনই মারা গেছেন। এছাড়াও, জর্ডানের অন্তত ৬০ জন হজযাত্রী মারা গেছেন।
মক্কার বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে এই মৃত্যুর সংখ্যাটি জানা গেছে। কূটনীতিকরা জানান, অধিকাংশ মিশরীয় হজযাত্রী তীব্র গরমের কারণে মারা গেছেন। যদিও সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য সরবরাহ করেনি, তবে জানা গেছে যে তীব্র তাপপ্রবাহের কারণে ২ হাজারের বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন।
গত বছর হজ মৌসুমে ২৪০ জন হজযাত্রী মারা যান, যার মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। এ বছর হজে অংশগ্রহণকারী ১৮ লাখ মানুষের মধ্যে ১৬ লাখই বিদেশি নাগরিক।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সোমবার মক্কার গ্রান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা হজযাত্রীদের অসুস্থ হওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।