কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন রোহিঙ্গা নাগরিক এবং ১ জন স্থানীয় ব্যক্তি। এই দুর্ঘটনা ঘটে বুধবার (১৯ জুন) ভোরে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসু-দ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে এই হতাহতের ঘটনা ঘটে:

৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিন জন,

১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন,

৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে এক জন,

১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় মানুষ মারা গেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের মরদেহ ভোরেই উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া, পাহাড় ও ঢালুর আশপাশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:  আমরা বিএসএফ বা ভারতকে ছাড় দেব না: বিজিবি মহাপরিচালক

এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সচেতন থাকার এবং নিরাপদ স্থানে স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *